কার অপেক্ষায় বসছো চেয়ে  
বক্ষ ঘরের কুলুঙ্গিতে?

যেখান হতে– জখম গুলো
আসছে রোজ; বলছি কিনা–

করলে আঘাত তারাই করে,
যাদের মুখ ভীষণ চিনা।

পুড়ছে তারাই– সর্বক্ষণ,
চাইছো তাকে জলটি দিতে?

আগুনে তোমার পুড়ছে শরীর...
মন'কে বলো নিভিয়ে নিতে!