বন্দুকেতে গুলি ঠাসা
বোমা ঠাসা বুক পকেটে,
হিংসে ভরা এই পৃথিবীর–
'মানুষ গুলো খুব সংকেটে'।
শত শত কাটছে মাথা
দেখি রক্ত রোজ বহমান
অমানবিক মানুষ গুলো
হারিয়ে ফেলছে নিজের মান।
মান হারাতে মানুষ গুলো
অমানুষিক রূপের বেশে–
একনাগাড়ে মারছে মানুষ;
মরছে মানুষ দেশ বিদেশে।
ছাড় পায় না পাড়া-পড়শি
শোষণ ত্রাসে লোপ অধিকার,
বেহুঁশরা– জেতার নেশায়
পুড়িয়ে মারে বাপকেও তার।
ভাল্লাগে না এমন ধরায়
বাঁচার কোনো নেই সংকেত,
সোনার ফসল ফলে যেথা
সেথায় মড়ায় ভরছে ক্ষেত।
ভাললাগে না আমার তেমন,
মানুষ হতে হেথায় এসে–
ভাবছি এবার মরতে হবে;
জন্ম নিতে– অন্য দেশে।