ভাবছি যাদের বড্ড 'মানুষ'  
তারাই ভীষণ দিচ্ছে জ্বালা,

এই শহরে, বড্ড কঠিন–  
মোমের মতো মানুষ মেলা।

মেলা কেবল জটিল মনের
আসতে যেতে আসে পাশে,

সরল যাদের ভাবতে লাগি
দু'দিন বাদে লুটায় ঘাসে।

শিশির যেমন জমে ঘাসে
তেমন মানুষ পাচ্ছি কই?

যাদের না মানুষ ভাবি–
তারাই কেবল হচ্ছে সই!

মানুষ আমি বলতে বুঝি–
'যাদের হৃদয় বড্ড ভোলা',      

হাত থাকলে, পা থাকলে,
মানুষ তাদের যায়না বলা...।