জোছনা হারিয়েছে সেই কবেই ওধারে,
এক জনম নয়, একশো জনম হবে।
তবু ওঠে চাঁদ, ওঠে তারা,
আলোক আলোকবর্ষ ধরে।

মাঝে মাঝে ঈদ আসে এভাবে...

আমি কিনিনি নতুন জামা।
নতুন জুতো। নতুন খেলনা।

সব'টা চাইলেও মন– মনের মতো মেলে না৷