মাঝে মাঝে আসো। আনি– না আনার মতো।
কার বা এতো সময়! কে বা বেকার অতো!
তাই মনে নেই...। আসলে– তুমি বোঝ।
বোঝা নামিয়েছি। আর করেছি নিখোঁজ।
তুমি তা রাখোনি খবর! তুমি তা জানো না–
শোধবোধ করছি জমা সকল ধারদেনা।
ভুলে গেছিও আমরা...। মনে রেখেছে বা কে?
কথা উঠলে, তাই উঠে আসো তলানি থেকে।