বিপদ একটা ঘনিয়ে আসছে বড়সড়ো
সারাটা বেলা ভাবনা, যেন চোখের বালি
বেকার হলাম মাঝ বয়সে, দায়িত্ব বড়
ঘুম আসে না, চোখের নীচে জমছে কালি।
দুইটি গাছ ঘরেতে আজো, অপেক্ষাতে,
দুমুঠো ভাত জোগাড়ে তারা অক্ষম বেশ
মরাও পাপ গলাও টিপে নিজের হাতে;
মরে গেলে আর সকলও তো হয় না শেষ...
চোখ কাঁদে না, বুকটা কাঁদে অঝোর ধারায়
ওসব তবু লুকোতে হবে, লুকাতে পারি!
মাঝ বয়সের দায়িত্ব, সে যে সমুদ্র প্রায়...
বাঁচতে হবে ভীষণ! তাই লড়াই জারি।