শিমুল,পলাশ, রক্তজবা, কৃষ্ণচূড়া,
লাল শাড়ি, পায়ের আলতা, লাল আবির,
'মাথার সিঁদুর'।
এ সবই প্রিয় তোমার!
আমার প্রিয়– 'হলুদ'।
হলুদ বাটা, ডিমের কুসুম
হলদে ক্যাপসিকাম, হলুদ কুমড়ো, আর–
হলুদ বিকেল।
হলুদ ফুল কিংবা হলুদ আবির তেমন প্রিয় নাঃ!
তোমার প্রিয় রঙগুলোর সঙ্গে তবে একটি জায়গায়–
বড্ড মিল খুঁজে পাই, এই অচেনা শহরে।
'শুকনো লঙ্কা বাটায়'।
'লাল' তখন আমারও–
বড্ড প্রিয় হয়ে ওঠে...