তোমার কথা, তোমার কথা শুধু
চুপ থাকলে– সাগরও হয় ধু ধু,
তাই থাকি না, মনের সঙ্গে লড়ি।

সে লড়াই, কেমন লড়াই খুকি
সহস্র বার তোমার মুখোমুখি–
চলতি পথে মুখ থুবড়ে পড়ি।

তুমি বলবে– 'নাটক সকল গুলো
আমি ভুলেছি, তুমিও সব ভুলো!'
'মিথ্যে যত করছো আহাজারি।'

তুমি বলবে এ সব কথা, চাইনি;
তোমার কথায় এরাও বাদ যায়নি,
চুপটি তবে কেমনে থাকতে পারি?

দিন কেটে যায় এমনি করে প্রিয়
শূন্য বুকের– চাইতে এটাই শ্রেয়,
তাই তো তোমার সঙ্গে জড়াজড়ি...

তোমার কথা, তোমার কথা শুধু
চুপ থাকলে– সাগরও হয় ধু ধু,
তাই থাকি না, মনের সঙ্গে লড়ি।