খোকন ঘুমায় না
গালেতে চুমায় না।
সা-রে-গা-মা
মারে মামা;
আদর সে পায় না।
খোকন ঘুমায় না।
চাঁদও দেখায় না।
টিপও পরায় না।
এলোমেলো
চুলগুলো–,
কেউ তা সরায় না।
খোকন ঘুমায় না।
গুড় মুড়ি খায় না।
বেশি কিছু চায় না।
চুমু চাই!
চুমু চাই!
ধরেছে তা বায়না।
খোকন ঘুমায় না।