কানতে গিয়ে দেখি ভুলেছি কাদাঁটাই;
মোম হয়েছে পাথর। কোমল ছিনতাই।
আলো জ্বালাতে আমি পেলাম আঁধার।
খবর রাখোনি তুমি– এসব কথার!
ফুলেরা মূর্ছা গেছে, ভোরের আকাশে।
মৌমাছি শত তাই– ফিরেছে ঘাসে।
মৌমাছিরা খায়নি কিছু, জ্বালাটা খিদার;
খবর রাখোনি, তুমি এসব কথার!
কি যেন হারাতে হয়েছি কাঙাল
সমতলও লাগে মনে– বড়ই ঢাল।
আবাদ জমিও দেখি হারায় বাহার;
খবর রাখোনি, তুমি এসব কথার।
দাঁড়িয়ে দাঁড়িয়ে পায়ে ব্যথার দ্রুতি
পেলাম না আজ'ও– শান্তির ছুটি...
জমতে জমতে বুকে পাহাড় ব্যথার;
খবর রাখোনি,
খবর রাখোনি তুমি– এসব কথার!