কে যাও চলে। দাঁড়াও।
দু'হাত তোমার বাড়াও।
আমি যে বাঁধা হেথা...
বুঝবে না কেউ সে তা।
তাই তো ডাকি তোমায়
সঙ্গেতে নাও আমায়।
শেকল খুলে দাও...
কে যাও চলে– দাঁড়াও।
ওগো, অচেনা পথিক
আমার বুকের বাঁদিক
খাঁ খাঁ মরুভূমি,
শুনতে পাও কি তুমি!
দুটি চোখের কোণে
সর্বদা সবক্ষণে
কান্না স্বরূপ ঝর্ণা,
এ তো আমার ঘর না।
শেকল খুলে দাও...
কে যাও চলে– দাঁড়াও।
অস্ত যাওয়ার আগে
একটি যে হাত লাগে।
একটি যে হাত চাই!
গড়িয়ে বেলা, ছাই
পায়ের কাছে দাঁড়ায়।
আমার মনের পাড়ায়
কেউ নয় আর সঙ্গী।
ডাকের স্বরূপ ভঙ্গি
দেখিয়ে তাই বলি
ছাড়ার আগে গলি–
দু'হাত তোমার বাড়াও।
কে যাও চলে– দাঁড়াও।