ক্লান্তিতে বুকে জমছে শিশির
নোনতার ছাপে– কুতুব মিনা,

না বসে; এই শহরে সবার
দুমুঠো ভাতের গন্ধ কেনা।

খিদাকে নেভাতে, আমাদের তাই
না বসার– চলে খুব মরশুম;

দাঁড়াতে হয়! দাঁড়াতে হবে!
নইলে, বসলে বেশ ঘুম ঘুম।

ব্যথা তো হয়। হয় যদি বা
তা সে কিছুই জটিল তো না!

কারিগর। তাই, দাঁড়ানোটা'ই–
আমাদের হয় শেষ ঠিকানা।