কানতে গিয়ে বুকের হলো ক্ষতি।
সেখান থেকে জল গড়ালো,
সে জল পাহাড় ডিঙালো,
সে জল মাঠ পেরোতেই–
নদীর উৎপত্তি ।
পা বাড়ালাম, হাঁটু অবধি জল।
এগিয়ে যেতে– অসাধ্য টলমল।
সেই ধারাটাই ঝর্ণা হলো শেষে।
সে জল– পাহাড় ডিঙালো না।
সে জল মাঠ পেরোলো না...।
সে জল বুকের আশেপাশে।
কোথা থেকে আসে এ জল ?
চোখ কি– হাত পাম্পের কল ?
খুঁজতে গেলাম আমি। সঙ্গীহীনা রাত।
দেখতে পেলাম হঠাৎ– !
'বুকের মাঝে প্রকাণ্ড এক
গভীর জলপ্রপাত'।