যেটুকু পাই তোমায়, তার চেয়ে বেশি হারাই।
মনে খিদের কারবার
তাই আসি বারবার,
যেটুকু পাই না দ্বারে, আমি তাই নিতে দাঁড়াই।
ডোরবেল বাজালে তুমি খুলে দাঁড়াও দরজা।
আপ্যায়নে মাতো শেষে,
দেখি, তুমি অবশেষে–
মনের দরজা না খুলে, তুমি ভুলভাল করো যা।
দরজা মনের বন্ধ যেখানে সেখানে মিছে আনাগোনা।
মূর্ছায় ফুল সব বাগে
সব পেয়েও শূন্য লাগে,
'রাতের আকাশ ছাড়া চাঁদের সৌন্দর্য যায় না জানা!'