ছেড়েছো হাত বহু যুগ হলো
স্মৃতিরা সব অবেলায় শুলো
চোখের পলক বন্ধ ধীরে ধীরে।
কাজের শেষে ঝিল ধরে হাঁটা
কথোপকথনের সেই সাদামাটা
জীবন নৌকা– ধীর হয় তীরে।
মনে পড়ে– সেই হাসিকান্না
হৃদয়ের যত হীরাপান্না
আর, প্রেম-ভালোবাসা-প্রীতি।
বেলা শেষে দেখি– কে বা কার!
পাশাপাশি বসা সেই কবেকার
আসনখানির গা'য়ে লাগা স্মৃতি।
ঝড় মাখা বুক শান্তনা আনে,
চায় না সে আর কোনো প্রতিদানে
ব্যথারা আসুক ফের ফিরে ফিরে।
হাতে হাত রেখে পাশাপাশি হাঁটা
কথোপকথনের সেই সাদামাটা
জীবন নৌকা– ধীর হয় তীরে...।