ছুঁয়ে দেখলে– সে গলে যায়
কাছে ডাকলে, দূরে চলে যায়।
এই নিয়ে বড় ব্যথা হয়...
জানি না, কি তার কি পরিচয়।
দেখিনি একা। সে দলে যায়।
সাধারণ নয়, বড় ছলে যায়।
চুপিসারে– কিছু কথা কয়...
জানি না, কি তার কি পরিচয়।
আগুনের বেশে তাকে দেখেছি,
ফাগুনের রূপে ভালোবেসেছি।
আগুনের বেশে তাকে দেখেছি,
ফাগুনের রূপে ভালোবেসেছি।
হৃদয়ে রাখতে ডাকে বাহুদ্বয়...
জানি না, কি তার কি পরিচয়।
চলে যাওয়া পথ ডাকে ফিরাতে
মেপে দেখি– মিশে গেছে শিরাতে।
চলে যাওয়া পথ ডাকে ফিরাতে
মেপে দেখি– মিশে গেছে শিরাতে।
মনেতে গোপনে– কথা হয়...
জানি না, কি তার কি পরিচয়।