ভালোবাসতে, ভালো রাখতে, যে এসেছিলো; অবশেষে–
চলে গেছে। ফিরে গেছে। যেখান থেকে এসেছিলো– সে।
তুমিও জানো না, বিনা দ্বিধায় দিয়েছো বিদায়; পরিয়ে মালা তাকে।
দিয়ে গেছে কিছু... সে কথা জানা। না হয় ভুলে গেছো; পেয়ে খুশিটাকে!
আজ একা। চাঁদটারই মতো। আজ সে ঘরের এক কোণে,
যাকে ভালোবাসতে আপনের থেকে, সে আজ মৃত্যুর দিন গোনে।
যাকে ভালোবাসতে, তাকে আদুরের ডাক দিও না আর রাই,
দুর্গন্ধ। থেকে থেকে শরীর পচেছে। পাবে না তাকে। পাবে গলাটাই...।
************
'গলা' কথাটি– গলে যাওয়া বা পচে যাওয়ার অর্থে ব্যবহার করা হয়েছে।