মধ্য দুপুর। ঘুমের মধ্যে এলে।
স্বপ্ন হয়ে, কথার জটিলে।
ধস্তাধস্তি। জবরদস্তি–
হঠাৎ ফিরে গেলে...
চোখ খুলি। অনেক দূরে কম্বল।
উঠে বসি। ভেজা শরীর।
তেষ্টা। তবু– দুচোখ স্থির।
এ বুঝি প্রেমের অম্বল।
মৃত্যু হয় যেন...
যদি বা সে আসে,
তবে চলে যায় কেন?