মনের শস্য বিকায়ে আসে হর্ষহীন বর্ষ,
'হৃদয় লাশে' জানাই তবু– শুভ নববর্ষ...

তোমাদের জোটে প্রথম দিনেই– আহ্লাদী খানা,
আমাদের জোটে শাক, গুগলি অথবা কচুরিপানা।

তোমাদের কড়ায় বসে গেছে মটনে দেওয়া পাক,
আমাদের কড়ায় দিচ্ছি আমরা শুকনো লঙ্কা-শাক।

তোমাদের বর্ষপালন হয় জানি– রকমারি খানায়,
আমাদের বর্ষবরণ সাদামাটা, পান্তাভাতই মানায়।

পোশাক-আশাকেও ঠিক তেমনই খানাপিনার মতোই
এক পোশাকেই পার হয়ে যায় জীবন নামক অথই।

তবু, মনের শস্য বিকায়ে আসে– হর্ষহীন বর্ষ
এক আকাশের মাঝে জানাবো তবু,  –শুভ নববর্ষ।