লুটে নিত সকলেরই মান।
রাজা, রাজা বড়ই শয়তান।

হতে পারে রাজাই বড় প্রভু। সবে ভগবান।
কিন্তু, প্রজারাও কভু ভাবেনি নিজেরে নাদান!

হার মানাতে তাই একদা হল লড়াই।
প্রজার সাথে করতে হবে– 'খালি পেটে চড়াই'।

খরগোস আর কচ্ছপের গল্পটা তো সবারই শেখা!    
তাই ফলাফল চুড়ান্ত,
                           দেখো শিরোনামে লেখা।