হাসির আড়ালে থাকে দুঃখ
দুঃখ নয় তো কোনো সুক্ষ–!
পাহাড়সম প্রায়;
ঝর্ণা হয়ে হায়–
ভাসায়ে ফিরে ভাঙা বক্ষ।
কেউ তা রাখে না খোঁজ,
এ বুকে– ব্যথারা'ই বোঝ।
আঁধারের মতো,
ছেয়ে আসে ক্ষত
ছারখার করা যার লক্ষ্য।
কমবে না কিছুতেই 'তার' ?
শিকল, দিয়েছো কেউ লোহার?
প্রহরে প্রহরে সে
হৃদয়কে ভালোবেসে
বার বার হয় তার সখ্য !
হাসির আড়ালে থাকে দুঃখ।