থামাতে চায় রোজ সকলে
যাচ্ছি যেথা যুদ্ধ চলে...
বুকের মধ্যে শপথ জ্বলে।
মশাল হাতে একলা আমি,
মনের মতো দ্রুতগামী–
চলতে গিয়ে এ পাগলামি।
পাগল হলে চলার পথে
আনন্দেরা স্বর্গ হতে
আসবে নেমে সর্ব ক্ষতে।
ধুলোর পথে ধুলো ওড়ে
পায়ের পরে পা পড়ে,
বাঁকছি এসে চেনা মোড়ে।
জীবন কথার বহু মানে,
যাচ্ছি কোথায় মন জানে!
রাস্তা গেছে ওইখানে...
যেইখানেতে শুরুর পথ,
উল্টে চলে আবার রথ;
থামার কাব্যে– ঘোর শপথ।