ওহে আজ সারাদিন সূর্য সোনা উঠলো না, ফুল ফুটলো না
তাই মনের কোণে দুঃখ ছাড়া- জুটলো না, ফুল ফুটলো না ।
বিনা গন্ধে যে চোখ বন্ধ হয়ে আসে,
শ্বাস কষ্টেরই আজ আমার জীবন নাশে,
বলি- দুঃখ ছাড়া হাসিরা হেসে লুটলো না, ফুল ফুটলো না।
ওহে আজ সারাদিন সূর্য সোনা উঠলো না, ফুল ফুটলো না ।।
মন, কাননের ঠিক আশেপাশে বেজায় ঘোরে, ওহে হাসির আশায়,
তবু- গন্ধ বিনা নিজের সিনায় নিজেই মরে-, বলি 'ভালোবাসায়'-।
সে জানলে কি আর মানতো আমার মানা-?
মেঘ জমেই যেতো-, শুনতো না আর না না
ও সে-, রইলো ছেয়ে, কালো মেয়ে- হাটলো না, মেঘ ছুটলো না ।
ওহে- আজ সারাদিন সূর্য সোনা উঠলো না, ফুল ফুটলো না ।।