দিন যায় দীনের অবসানে। মধুর দিন গুলি।
ভোরের আলো আস্তে আস্তে আনেও গোধূলি।
নতুন হবে পরের ভোরে তেমনও আশাবাদী।
সব পুরাতন থাকে তেমন, বদলায় না বরবাদি।
এমনই সংসার। দিন আনা দিন খাওয়া রোজ।
তবে সকল কিছু শান্ত হয়, নেমেও যায় বোঝ।

গুটিয়ে আনে একটি আঁচল– স্নেহের ক্ষমতায়।
আঁকড়ে ধরে, বটের মতো জটের মমতায়।