রাতের আদরে তোর হয়– বিছানা আদর ঘুম
আমার বিছানায় কিছু পোকাদের আনাগোনা,
শেষ জানিনা কবে তোকে দিয়েছিলাম প্রিয় চুম...
তবে তোকে দেওয়া হয়নি আমার শেষ ঠিকানা।
'আর' বিল্ডিং, একশ ছয় নম্বর, নওকার সোসাইটি
সে তোর বসবাসের শহর হতে এক সমুদ্র দূরে,
যেখানে চলে– দিন ও রাত কেবল'ই ছোটাছুটি
ঘামে ভেজে শরীর, লবণের ছাপ সে শরীর জুড়ে।
তোকে জানাতে হয়– এই শহরে আমি ভালোবাসাহীন
আদুরে কিছু মানুষ গুলোও আমায় ভীষণ দেয় ক্ষত
হৃদয়ের ক্ষত সারাতে তাই আর জমাই না আলপিন
সবাই অযোগ্য ভেবে দেয় ব্যথা, ঠিক তোরই মতো...।