সময়কে আমি দিচ্ছি সময় আমি,
স্বপ্নেতে শুধু গড়ছি আগামী
করছি না কোনোরকম কর্ম।
শুয়ে-বসে যাচ্ছে কেটে দিন
ভবিষ্যতরা হচ্ছে বড় ক্ষীণ,
চর্বি আকারে গণ্ডার রূপ চর্ম।
পায়েরা যে ভুলেছে দেখি হাঁটা
ফুল সরিয়ে বিছানো দেখি কাঁটা,
হাড়ে হাড়ে জমছে লাল জং।
এমন বাঁচা সবার কাছে মেকি!
ঘুম ভাঙাতে নিজের চোখে দেখি–
ধীরে ধীরে জীবন হারাচ্ছে রঙ..।