মুখের চোয়াল চাবর কাটে সর্বদা
পেটের আকার হনুমানের ঠিক গদা,
সুর জগতের দু'য়ের একটি তবলা।

মুঠোফোনে সময় কাটে বৃত্ত
রাতে ঘুমোই, দিনের বেলা নৃত্য
কাজের বেলা– অষ্টরম্ভা, ক্যাবলা।

চুপটি করে– ঘাপটি মারি বিছানায়
দায়িত্বহীন কাটে জীবন, মিছা নয়!
এমন বাঁচা– মৃত্যু সমান, স্পষ্ট।

ডাকটা আসে, যাই না তবু কর্মে
এত বোঝা কেমনে চাপাই বর্মের!
শ্বাস নেওয়াটার কাজও বড় কষ্ট।

ঋণের বোঝা বাড়ছে দেখি নিত্য
বয়স বাড়ে, মা-বাবারও দায়িত্ব–
নেওয়ার সময় জীবন ফাঁকি নিচ্ছে।

কারোর কথা নিচ্ছে না মন কর্ণে
মিশছে মাটি, জমাট বুকের স্বর্ণে,
অন্ধকাররা আগাম বার্তা দিচ্ছে।