স্পন্দন ভালোবেসে
অভাবে স্বভাবে সে
স্পন্দিত। এভাবেই বেঁচে যাচ্ছি।
পেটেতে খিদার ভয়
আছে কি তা সংশয়,
জল খেলে বলি তবু খাচ্ছি।
আগুনে পোড়ে না তাই
সুখ যেথা ছিনতাই–
পোড়াও সহজ নয় বুঝছি।
বন্দী, এ নাচা না
'এ বাঁচাই– বাঁচা না'...
সে কথাই দিনরাত যুঝছি।
দেখেও দেখে না তারা,
আমার'ই সর্বহারা,
জল খেলে, তবু আমি আঁচছি।
শুনলে কাঁদবে জড়ো,
একথা দুখের বড়
জানবে না, কিভাবে কে বাঁচছি।
হলেও বা অকারণ
শুধু-এ ভাবছে মন
আর বা কে'বা তা ভাবছে?
দীনতার দুর্দিনে
এনেছি বিষ কিনে;
তুলতেই, হাত বড় কাঁপছে...