ছুটেই চলেছি আজ- হাসিটার সন্ধানে,
জানি না-, কোথায় আজ ধাই রে,
সরু এ আলের পথে- রাশি রাশি কোন ধানে
বাঁশিটা বাজায়ে যাই- যাই রে ।
পায়েতে ফড়িং, আর দু’দিকে- ধানের শিষ
ওদিকে দেখতে পাই- আকাশ ও মাটির মিশ,
তবুও চলেছি ছুটে-, পুবেতে রবি যে ওঠে-,
জানি না, কোথায় হাসি- পাই রে।
ছুটেই চলেছি আজ- হাসিটার সন্ধানে,
জানি না-, কোথায় আজ ধাই রে।।
অজানা সে দেশে আজ- পৌঁচ্ছে যদি বা যাই-!
সেখানে যদি বা দেখি- হাসিরা,
মন তবে নিশ্চয়ই- এ কথা জানাবেই
ভরে নে- শিরা ও উপশিরা।
সে হাসির মতলব-, 'দিল করে য্যব য্যব
হৃদয় মাতাতে তাই- মন করি- ত্যব ত্যব',
তবে তো আঁকবো গালে-, শিষমাখা ধানের'ই আলে,
চুমুটা-; অজানা দেশে আজ ভাই রে-!
ছুটেই চলেছি আজ- হাসিটার সন্ধানে,
জানি না-, কোথায় আজ ধাই রে।।