অহেতুক ভালোবাসা...
এ খেলা– সর্বনাশী।

জড়াবো কাকে তাই!
কে বা– ভালোবাসি?

তার চেয়ে জড়াই বরং
বিছুটির একটি পাতা;

ভালোবাসা বড্ড লাগে–
হেমলক কিংবা কাঁটা।