কোনটা সহজ কোনটা বাঁকা
অতই কি আর বুঝি!

চলতে হবেই বলে কাকা
চলছি সোজাসুজি।

চলাকে তাই জীবন ভেবে
ভীষণ জোরে ছুটি

হোঁচট খেয়ে পড়লেও যে–
নিজের পায়ে উঠি।

ছুটে চলায় হার থাকবে
থাকবে জানি জিতও,

(তবে)ছুটে চলা যেদিন থামবে
জানবে সেদিন মৃত।