আসলে আসল-নকল গুলো ঠেলে,
পথের ধারে দাঁড়িয়ে থাকি একা।
সেই পথ দিয়ে যখন তুমি ফেরো
তোমার সঙ্গে ঠিক হয়ে যায় দেখা।
দেখা হলেই– ক্ষণিকের তরে সকল
বুকের ব্যথা বরফ হয়ে জমে।
ব্যথার শহরে শহীদ হতে হতে
এমনি করে এক একটি দিন কমে।
এমনি করেই কাটছে আমার দীন
তাতেই আমি আমার কাছে ধনী।
এটাই ভেবে শান্তনা দি বুককে–
কেউ তো আমার আছে চোখের মণি।
খড়ের চালা, মাটির দেওয়াল-দুয়ার
তার পাশ দিয়ে পথ হয়েছে বাঁকা।
সেই পথ দিয়ে যখন তুমি ফেরো
তোমার সঙ্গে ঠিক হয়ে যায় দেখা।
দেখা হলেই– ক্ষণিকের তরে সকল
বুকের ব্যথা বরফ হয়ে জমে।
ব্যথার শহরে শহীদ হতে হতে
এমনি করে এক একটি দিন কমে।