হৃদয় জুড়ে– বিষণ্ণতা
সকাল বিকেল তোরই কথা,
তোরই কথা, শুধুই ভাবি।
ভাবতেই ভাবি তুই ফুরাবি।
কেমন ভাবি? যেমন ভাবে–
সব গরীব'রা সব অভাবে।
তেমন ভাবি– যেমন ভাবে
হারানো ধন কে কুড়াবে।
যেমনই ভাবি; ভীষণ ভাবি।
ভাবতেই ভাবি– তুই ফুরাবি।
তুই ফুরাবি, যখনই ভাবি–
তুই শুরু হোস্! আমার দাবি...
আমার দাবি– 'আর চাই না
ভাবতে তোকে'; তুই বেদনা।
তুই কুয়াশা, তুই ধোঁয়াশা
ভাবনা মাঝে– মিথ্যে আশা।
তুই যে মায়া। কেবল'ই মোহ।
তুই 'শূন্য'। তা'র চেয়েও...