কাস্তে হাতে আমরা খেতের হালটানি
শক্ত পায়ে জবর জবর মালটানি।
এক নিমেষে পাহাড় কেটে পথ গড়াই
তাপ মানি না, ঘামের মাঝে ঘাম ঝরাই।
তারপরই তো ভাণ্ডারাতে রয় ফসল!
কাদের তবু বলতে দেখি- 'মফস্বল'।
ফলিয়ে ফসল আমরা কেন মূল্যহীন?
'একটি কথায় তাদের বলি– অর্বাচীন'।
কত কৃষক মা আমাদের ভাবতে পারো!
একটি ভাতের ওজন তুমি মাপতে পারো?
একটি ইঁটের পেছনেতে হাজার হাত,
হাজার হাতের কারসাজিতে রাজপ্রাসাদ।
কারসাজিতে শাবাশি দাও– ধন্যবাদের,
রাজপ্রাসাদে রাখো আবার নকর তাদের।
বিনিময়ে দিচ্ছো বা কি–! মিথ্যেবাদী?
হারামজাদা হবে নয়তো হারামজাদি!
নিভলে আলো, যেতে পারো ক'দিন বাদে
ওদের গড়া খড়ের কোনো রাজপ্রাসাদে ।
দেখতে পারো, একটি যে বার স্ব-চক্ষে
বস্তির ওই প্রাসাদ– কত চকচকে।
গরীব বলে আমরা কি সব মানুষ না?
গাছের শেকড়, ফলাই ফসল, ফানুস না!
কালো বলেই– ঘৃণা করো, রাখো জু'তে
আমরা না থাকলে– তুমি সাহেব হতে?
অর্থ আছে, বলেই তুমি হচ্ছো খুশ
'একটি কালো কিনতে, পুরো চোদ্দপুরুষ'।
আমরা চাষী, ভারতবাসী, তাঁতি, জেলে
ক্ষিপ্ত হবো–, সঠিক মূল্য না পেলে!
আমরা যে ভাই এক একটা 'বুলডোজার'
গুঁড়িয়ে দেবো, সামলে থেকো, বারংবার ।