(১)
নিজেকে মিলাতে পারিনি। পারবো না'ও।
তবু, নিজেকে ন্যাপথলিন ভেবে করিনি উধাও।
হতে যে চাই না আমি কোনোকালেই ইতি,
'তুমি এসে মিলাবে জানি– জীবনের জ্যামিতি'।
(২)
পাথরের দেবতা পুজি না। মানুষ পুজি।
যারা দিয়েছে শরীর– আমি তাদের খুঁজি।
(৩)
ইতিহাসে থেকে যেতে চাই...
'মানুষ' ছিলো বলে মানুষের মনে–
মানুষের ছাপ রেখে যেতে চাই।