তুমি ভুলেছো সে সব কথা। ছেড়েও গ্যাছো, এ অন্তর...
সে সব কথায় ভাবতে ছাড়ি– বারংবারই তেপান্তর।

মাথার মাঝে উঠছে প্রলয়, জাহান্নামে যাক দু'মেরু,
সাগর জলে মদ মেশাবো–, বরফ দেবে সুমেরু।

দেবে নমকিন কলকাতা, তাই বন্ড পেপারে হচ্ছে সাইন
এখন আমি খাই না আঙুর। স্বাস্থ্য হিসেবে খাচ্ছি ওয়াইন।

কথায় বাড়ে ঘড়ির কাঁটা। বাড়তে পেরোই– দেশ পেরু;
সাগর জলে মদ মেশালেই– বরফ দিচ্ছে সুমেরু।

সিগারেটে আর জমে না। টান দিতে তাই গঞ্জিকাতে–
স্পিড পোস্টে নিচ্ছি এনে রাজধানী প্রিয় দিল্লি হতে।

এসবের তো রাখো না খবর, তাই তোমাকে বলছি গুরু–
সাগর জলে মদ মিশাচ্ছি; বরফ দিচ্ছে সুমেরু।

জীবন বোনার কথায়– যেথা জীবন বুনি মদিরাতে
তখন তোমায় ছাড়তেও পারি হঠাৎ কোনো মধ্যিরাতে!

আগুন  হচ্ছি। পোড়াবো তোমায়! পোড়ার পালা– তোমার শুরু
সাগর জলে মদ মেশে তাই; ভুলতে যে চাই একমেরু...