ভুলছে যে মন– ব্যথার প্রকট থেকে
হাসছে যে মন বুকের গহীন কোণে
হাতের তালু হাতের তালু রেখে
করবো শরণ একমনে একমনে
'আনন্দেতে কাটুক তোমার দিন
বুকে রেখে মাথা কাটুক সকল রাত';
ঘুমহীন এই জীর্ণ শরীর ক্ষীণ...
আমার কেবল জুটুক মুঠো ভাত।
ভালোবাসারা তোমারই ঘরে থাকুক
সাতটি সুরে বাজুক বীণার ধুন,
পাঁচটি আঙুল– গলন্ত ভাত মাখুক
আমার কেবল জুটুক তাতে নুন।
নাচছে যে মন– বৃষ্টি বাদল মেখে
ভাসছে যে মন সবুজ বাতায়নে
হাতের তালু হাতের তালু রেখে
করবো শরণ একমনে একমনে
আনন্দেতে কাটুক তোমার সকল
কাটুক জমাট মন ভেতরের জ্বর,
পেটের দায়ে সইতে হচ্ছে ধকল
না হয় না রাখলে কোনো খবর।