মাথার কেশ কাশের মতো সাদা,
ঝরে যাচ্ছে পাতাদের মতো।
তবু, গাছের শেকড় বুকের গভীর হতে জল তোলে সদা,
শক্তি তোলে রক্তে। বেঁচে থাকার বিশ্বাস তোলে শত।
যেতে যেতে ঘেমে যায় না! বেঁকে যায় না ঝড়ে।
তারা যুগ যুগ ধরে তাই– ইতিহাস'ই গড়ে।
তারা কেউ নয়। তারা– বট। শাল। বকুল।
আসলে, তারা– 'মা ও বাবা'।
একূল ও ওকূল।