বেঁধেছে– এ কোন জ্বর!
ভয়েতে থমকে শহর
হাসার কথা যার, সে আর হাসছে না।
কান্নায়– ঝর্ণা সরূপ
দেখেছি তার সে রূপ,
যাকে ভালো বাসবার কথা, বাসছে না।
বুকে তার বরফ ঠাসা
তবু সে খুব পিয়াসা;
সহজে– জল সে আর পাচ্ছে না।
বেঁধেছে– এ কোন জ্বর!
ভয়েতে থমকে শহর,
পাহাড়-নদী পেরিয়ে সে আর আসছে না।