যাওয়াটা সহজ। ফেরাটা বড্ড কঠিন।
তাই ফিরে যাবো; বাঁচতে একটি দিন।
ভেবো না গাল ফুলিয়ে রেখেছি!
দূরে শুধু নিজেকে সরিয়ে নিচ্ছি।
নয়ত, জড়িয়ে পড়বো–
আবার তেমনতর !
আমি এমন কামিনা।
আর থাকলে–,
আমার কিছুই দাবি না...