নেই তাতে সংশয়।
আরাম বিনা হাঁপাই, মরি
পেটের দায়ে সাফাই করি;
ওসব কি আর হয়!
ওসব তাই কেউ বুঝি না,
ভুখার কাছে– সবই চেনা;
সব'ই পরিচয়।
আমাদের পেট আছে ভাই
মা অসুস্থ; আমাদের তাই–
বাইরে বেরোতে হয়।
যারা বা আসবে, বৃথাই প্রায়
'করোনা'য় তাই কি এসে যায়!
আমরা করি না ভয়।