যদি হৃদয়ের ক্ষত দেখানো যেতো
বুঝতে কেমন আছি,
আঘাতে আঘাতে মরেছি কত, দেখো
মরার ভেতরে বাঁচি।
আছি, সে কথা মিথ্যে হয় না কোনো
তুমি তা বলবে জানি,
ক্ষতির আঘাত তুমিও গোনো, আমার
এ বুকে কতখানি।
তুমি, দূর থেকে শুধু সান্ত্বনা দাও
তা সে আমি বুঝি
কাছাকাছি এলে বুঝতাম তা'ও, বলো–
"উল্টায়ে পাতা খুঁজি!"
তুমি– পাবে না খুঁজে ব্যথার মলম,
খোঁজো না অভিধানে,
ভালোবাসায় সে ব্যথা হয় যে কম, ওগো
সে কথা হৃদয় জানে?