দাঁড়িয়ে ছিলে। দেখেও তবু আগের মতো
চেনা ডাকে ডাকের বদলে– অন্য মন।
এলোচুলে যদি জমায় আবার ক্ষত
ততক্ষণে পেরিয়ে এসেছি গলির কোণ।

ব্যস্ত জীবন। অস্ত জীবন। পেন্ডুলাময়।
তেমনতর সময় আর কার বা থাকে!
দাঁড়িয়ে ডাকা তা না করে নয় কে ছয়
করতে করতে নিচ্ছি পাশ সামিন বাঁকে।

যাচ্ছি, আমি যাচ্ছি আমার প্রেমকে ঠেলে...
জানিয়ে রাখি– আমার তেমন না থাক সই!
পুড়তে হলে পুড়বো আমি আগুন জ্বেলে,
তোমার মধ্যে পুড়তে আর রাজি যে নই।