এই ধরাতে মানব যতই আছো-, শুরুর এই ভোরে
বাঁচতে হলে- বাঁচার মতো বাঁচো, নইলে যাও মরে ।
সোনার রবি- যতই উঠুক কেন
‘মৃত্যুটাকে-’ সবাইতো ঠিক চেন !
বলতে গেলে-, তবু তোমরা যেন
নিশ্চুপ আর ঘুমাও নিজের ঘরে-। কিছুই- না করে;
বাঁচতে হলে- বাঁচার মতো বাঁচো, নইলে যাও মরে ।।
শুনবে যদি- মনের কথা শোনো, নইলে শোনো না
কি করে গেলে- তারপর ঠিক গোনো, নইলে গোনো না ।
জন্মে যদি না বোঝো তার মুল্য
বেকার, গোঁয়ার নামেই হবে- তুল্য;
বলতে গেলে-, তবুও সবাই ভুললো,
‘আসা-যাওয়াই’ বড়ই হলো দো’নো-। জীবন, বেকার ওরে-
বাঁচতে হলে- বাঁচার মতো বাঁচো, নইলে যাও মরে !
সাধ করে না অমর হতে তোমার-! তুচ্ছ কেন তবে ?
সময় নেই- আজকে কোনো ঘুমার, আজকেই সব হবে !
যদি হবে-, মহীয়ান এক বীর,
তুলে ধরো, নুয়ানো তোমার শীর,
বলতে গেলে-, এতই চলছো ধীর
একদিন ঠিক হয়ত তুমি সবার- পেছনেতে যাবে সরে,
বাঁচতে হলে- বাঁচার মতো বাঁচো, নইলে যাও মরে ।।