শরীর জুড়ে– সুরের হারমনিয়াম
ভাঙছি তবু দোহার গড়া নিয়ম;
            তোমার সুরে হচ্ছে না আর থাকা...

পালিয়ে যাচ্ছি অনেক অনেক দূরে,
যে চলে যায়– আসে না আর ঘুরে,
            হয়ত তোমার লাগবে ফাঁকা ফাঁকা।

বলবো না আর যাবার সময়– 'চলি'!
ততক্ষণে পেরিয়ে যাবো গলি,
           শুকবে ফুল, এমনি থাকবে মালা।

পথ থামাবে, কাঁদবে অভিমানী
ভীষণরকম কষ্ট হবে জানি–!
           যখন দেখবে শূন্য ঘরের তালা...