সময়ের কাছে সময় থাকে না থেমে
এগিয়ে চলে কাঁটার ঘরটি ছাড়লে।
তুমিও থেকো না বন্দী কোনো ফ্রেমে
গুঁড়িয়ে ফেলো ঢাকা কাঁচটি পারলে।
রোজের মতো হাতে নিতেই ফোন
খবর এলো– সুদূরে গেছো উড়ি।
কালো মেঘের পর্দা সরিয়ে তখন
তুমি পৌঁছোলে স্টেশন জলপাইগুড়ি।
অসময়ে– যে হাত ছিলো পাহাড়
তার শিখরে দাঁড়িয়ে এখন তুমি
সবুজে সবুজে তুমি সাজালে বাহার
গড়লে সেথা আর এক জন্মভূমি।
মুখে-ঠোঁটে এমনি থাকুক হাসি...
চোখের তারায় স্বপ্ন সাজাও নতুন।
মুখ ফিরিয়ে বলতে হবে– 'আসি'!
সহস্র স্মৃতির করতে হবে খুন।
বাঁচতে শেখো নিজের মতো করে
সাজাও, নাচাও যা তোমার আগামী।
জানতে পারবে নুতন কোনো ভোরে...
'কেউ হয় না নিজের থেকে দামী'।