কে শোনে কার! মন, রাজা সাজে সজ্জিত।
অপমান করো যত, সে– হয় কভু লজ্জিত?
যতই ঘা দাও, তার প্রাণ সখীটাই দামী
যেখানে ঈশ্বর পারেনি। সেখানে, কি করি বা আমি!

নেই, আমাতে আমি। তাই, কিভাবে বিদায় দেই!
মন নাছোড়বান্দা। তাই, তোমার ছুটি নেই...।