আজ আমাদের নেই কাজ
ভীষন খুশি সবাই আজ।
মন্টু , বিল্টু, আরো পাঁচ !
সবাই মিলে করবো নাচ।
নাচের পর– যাবো হাটে
চম্পা নদীর পদ্মা বাটে।
কিনবো ঘুড়ি, উড়বে মাঠে
দিনটা যেন ভালোই কাটে।
বিকালে আবার আসিস তোরা!
সঙ্গে আনিস পাড়ার গোরা
একে একেই মিলবো আটে ,
মন দিবি না আজকে পাঠে ।
কেউ বা কিছু বললে তোদের
নামটা আমার বলিস ওদের!
সঙ্গে আছি আমিও যে!
আসিস্ তাই সেজে-গুজে।