আজ আমাদের মানা নেই
রাস্তা না হয় জানা নেই !
তবু আমরা যাবোই চলে,
কাউকে কিছুই না বলে।
সাত-সমুদ্র, তেরো নদী
রাস্তার মাঝে আসে যদি
এক লাফেতেই উড়বো দলে,
কাউকে কিছুই না বলে।
আসলে আসুক ভুতের রাজা
ঠাণ্ডা মাথায় গিয়েই সোজা–
চিপসে দেবো পায়ের তলে,
কাউকে কিছুই না বলে।
কিংবা যদি রাস্তা মাঝে
পাহাড় আসে মোদের কাজে
ডুবিয়ে দেবো নদীর জলে,
কাউকে কিছুই না বলে।
আমরা কি গো ভয় করি !
কাঁপি নাকি থর-থরি!
চড়-চাপ্পড় লাগাই গালে
কাউকে কিছুই না বলে ।
আমরা যে– সব রাজার রাজা
ভীষণ পারি দিতে সাজা
পুরতে পারি ওদের জেলে
কাউকে কিছুই না বলে...