শুরু থেকেই জল আর জল
খাবারেরও কম নেই কোনো
খুশি মনে– ট্রেনে উঠে দেখি
গ্রীন সাথে মিশে রেড জোনও।
মাথায় পড়লো হাত দাদার
বুক কাঁপে, ভয়ে দুরুদুরু
আর বাঁচা হবে না রে ভাই...
অবাধেতে মৃত্যুর পল শুরু।
যেতে যেতে মনে মনে ভাবি–
এই বুঝি দূরে দূরে বসা!
হাঁটু এসে হাঁটুদের সাথে
অবাধে দিচ্ছে হাঁটু ঘষা।
দূরত্ব বজায় রাখবো কেমন
একই শিটে তিনজন বসলে!
পরিযায়ী বলে কি– 'রাষ্ট্র' তুমি
কালনাগ হয়ে বুকে ডশলে?